কামারপুকুরের কালীপুজোয় থিমের মেলা

কামারপুকুরে কালীপুজো মানেই যেন এখন থিমের মেলা।একাধারে যেমন রয়েছে শতাব্দী প্রাচীন বদ্যিবাড়ীর কালীপুজো, রামকৃষ্ণ মিশনের কালীপুজো তেমনই অন্যদিকে রয়েছে সবুজ সংঘ,S ক্লাব, আপনজন ক্লাব,ইয়ং বেঙ্গল ক্লাবের মতো নামী ক্লাবের পুজো।আর এই সব পুজোতে এখন প্রধান আশ্চর্য থিম।
সবুজ সংঘের এ বছরের থিম বর্ণপরিচয়।বিদ্যাসাগরকে নিয়ে থাকছে অসাধারন এক থিম।সাথে প্রতিমাও থাকছে সম্পূর্ণ অন্যরুপে।সাথে প্যান্ডেল চত্ত্বরে থাকছে সেলফি জোন ও তিনদিন ধরে নানান অনুষ্ঠান।
S ক্লাব আবার তাদের প্যান্ডেল ফুটিয়ে তুলতে চলেছে চন্দ্রযানের আকারে।চন্দ্রযান ২ থাকছে এবার তাদের প্যান্ডেলের প্রধান থিম।সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনজন ক্লাবের প্যান্ডেল এ বার স্থান পাচ্ছে ভারতবর্ষ।এক বিরাট ভারতের ম্যাপ থাকছে তাদের প্যান্ডেলের থিম আকারে।
তাছাড়াও মেলাতলা মাঠের ইয়ংবেঙ্গল ক্লাবের পুজোতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তাছাড়া শ্রীপুর স্কুলের পাশে অমরসঙ্গী ক্লাব কামারপুকুরের সবথেকে বড়ো প্রতিমা তৈরি করে চমক দেন প্রতিবছর।
কালী পুজো দেখতে হলে অবশ্যই চলে আসুন কামারপুকুর।