১৫০ জন বাচ্চাকে পুজোর উপহার দিল কামারপুকুর আমার শহর ও উইংস গ্রুপ

পুজোতে আমরা সবাই কমবেশি ১ টা বা তার বেশি জামা কিনি।কিন্তু ওরা?
প্রশ্নটা মনে এসেছিল অনেক আগেই।তাই ২০১৮ সাল থেকে কামারপুকুর আমার শহর ও WINGS একসাথে শুরু করে প্রচেষ্টা সেই সব বাচ্চাদের পুজোতে নতুন জামা কিনে দেবার।আগের বছরের মতো এ বছরও ১৫০ জন বাচ্চাকে পুজোর নতুন জামা তুলে দেওয়া হল।

WINGS গ্রুপস প্রধানত কামারপুকুর রামকৃষ্ণ মিশনের কিছু প্রাক্তন ছাত্র নিয়ে তৈরি হয় ও এখন বিভিন্ন জায়গার প্রায় ১৫০ জন সদস্য এখন যুক্ত WINGS এর কর্মকান্ডে।আর কামারপুকুর আমার শহর বিগত কয়েক বছর ধরেই যুক্ত সামাজিক কাজকর্মের সাথে।

এদিন প্রথমেই কামারপুকুর ইটভাটা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কিছু বাচ্চাকে জামা দেওয়া হয়।তারপর যাওয়া হয় দশঘড়া ও মান্দারন এলাকায়।ওখানেও বাড়ি বাড়ি ঘুরে কিছু বাচ্চার হাতে পুজোর নতুন জামা তুলে দেওয়া হয়।
দুপুর ১১ টা নাগাদ যাওয়া হয় রাঙামাটি সিংরাপুর প্রাথমিক বিদ্যালয়ে।ওখানে ৮০ জন বাচ্চার হাতে নতুন জামা তুলে দেওয়া হয়।

এবার গন্তব্য কামারপুকুর ছেড়ে এক প্রত্যন্ত গ্রাম পশ্চিম মেদিনীপুরের ডিঙ্গাল কামারগেড়িয়া।সেখানেও ৫০ জন বাচ্চার হাতে তুলে দেওয়া হয় নতুন জামা।
নতুন জামা পেয়ে বাচ্চাদের আনন্দটাই যেন বদলে যায়।