কামারপুকুর রামকৃষ্ণ মঠে এ বছর নাটমন্দিরে দুর্গাপূজা

করোনা আবহে আমূল পরিবর্তন আসছে এবছরের কামারপুকুর রামকৃষ্ণ মঠের দুর্গাপূজাতে।অন্য বছরের মতো এবছর যেখানে পূজা হয় সেখানে পূজা হচ্ছে না, পূজা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রধান মন্দিরের সামনের নাটমন্দিরে।অন্য বারের তুলনায় এবছর ছোট প্রতিমা মূর্তি তৈরি করা হচ্ছে।দর্শনার্থীরা মন্দির দর্শনের সময় শুধুমাত্র মা দুর্গার দর্শন করতে পারবে।পুজোর সময় সকাল ৮টা থেকে ১১টা আর বিকালে ৩.৩০ থেকে ৫.১৫ অবধি মা দুর্গাকে দর্শন করতে পারবেন।

মা দুর্গার চোখ একেঁছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব : কামারপুকুরের লাহাবাড়ির পূজা


তাছাড়া কামারপুকুর রামকৃষ্ণ মঠের অষ্টমীর কুমারী পূজার সময় ১ ঘন্টা মঠ বন্ধ থাকবে সাধারন দর্শনার্থীদের জন্য।সমস্ত অনুষ্ঠান অনলাইনে লাইভ ওয়েবসাইট থেকে দেখা যাবে।সকল দর্শনার্থীদের মাস্ক পড়তে হবে ও স্যানিটাইজ ও থার্মাল স্ক্যানিং এর পর কেবলমাত্র মঠে প্রবেশ করতে পারবে।মঠ থেকে এ বছর শুকনো প্রসাদ (প্যাকেটে করে বোঁদে অথবা লাড্ডু) দেওয়া হবে।


পর্যটকদের জন্য জানিয়ে রাখি,মঠের গেস্ট হাউস করোনার জন্য যেমন বন্ধ ছিল তেমনই থাকবে।
এবার পুজো অন্যরকম।করোনা আবহে মাকে আরাধনা হবে সমস্ত বিধিনিষেধ মেনেই।

কামারপুকুরের মানিকরাজার বাড়ির দুর্গাপূজার কাহিনী জানুন


রিপোর্টার – সৌরভ সিনহা